নাটোরের সিংড়া উপজেলার আলীনগর গ্রামে অবস্থিত আলীনগর কৃষাণনগর হাফেজিয়া মাদ্রাসার নার্সারি বিভাগে এবারের বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে ৭ বছর বয়সী শিক্ষার্থী তাসকিন আহমেদ মাটি।
তিনি কাওসার আহমেদের পুত্র এবং মোঃ হাবিবুর রহমান মাস্টারের নাতি।
প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, “তাসকিন শুরু থেকেই অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী। বয়সে ছোট হলেও পড়াশোনার প্রতি তার আগ্রহ অন্যদের অনুপ্রাণিত করে। নিয়মিত অধ্যবসায় ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার কারণেই এই সাফল্য।”
তাসকিনের পিতা কাওসার আহমেদ সন্তানের এই অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, “আমরা চাই তাসকিন শুধু মাদ্রাসায় নয়, ভবিষ্যতে দ্বীনি ও সাধারণ শিক্ষায়ও সমানভাবে সফল হোক। সন্তানের সাফল্যে আমরা গর্বিত।”
এছাড়া মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা জানান, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার মধ্যে থাকে। তারা আশা প্রকাশ করেন, তাসকিন আহমেদ মাটি ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে।
আপনার মতামত লিখুন :